দেশজুড়ে

আজমিরীগঞ্জে প্রশাসনের হস্থক্ষেপে বাল্য বিয়ে পন্ড

প্রিন্ট করুন

মোঃ হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি । হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের হস্থক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। বাল্য বিবাহের আয়োজনের দায়ে কনে এবং বরের পিতাকে অর্থদন্ড প্রদান করে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে মুচলেখা প্রদান করেন।
আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার দুপুরে সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামে কিশোরী কন্যার বাল্য বিবাহ আয়োজন করার দায়ে কিশোরীর কন্যার পিতা এবং বরের পিতাকে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।
স্থানীয় সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের জনৈক ব্যক্তির পুত্রের সাথে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামের নুর মিয়ার নাবালিকা কন্যা (১৬) এর বিবাহের আয়োজন করে। উভয় বাড়িতে শুরু হয় বিয়ের আয়োজন। এরই প্রেক্ষিতে রবিবার গায়ে হলুদ সম্পন্ন করে। সোমবার দুপুরে বরযাত্রা এসে বিবাহের কথা দুপুরে প্রীতিভোজের আয়োজন করে কনের বাড়িতে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে কনে এবং বরের পিতাকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার শর্তে মুচলেখা প্রদান করেন।

উপজেলা সহকারি কমিশনার ভূমি উত্তম কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, কনে প্রাপ্ত বয়স না হওয়ায় বাল্য বিবাহ আইনে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কনের পিতা এবং বরের পিতাকে অর্থদন্ড ও মুচলেখা রাখা হয়েছে। আইন অমান্য করে বাল্য বিবাহ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
অভিযানে আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷


Related Articles

Back to top button
Close