দেশজুড়ে

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর গ্রেফতার

প্রিন্ট করুন

সংবাদ ডেস্ক।

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষিত তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজে ঘুরতে আসেন। এক পর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে তরুণীর স্বামী সিগারেট খাওয়ার জন্য কলেজ গেটের বাইরে বের হলে কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান।

এসময় তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধোর শুরু করে আহত করেন ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান এবং গণধর্ষণ করে।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close