
শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বানিয়াচং যুবলীগের মিলাদ মাহফিল
বিশেষ প্রতিনিধি। আসছে ২৮ শে সেপ্টেম্বর সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব স্থানীয় ৪ নং ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম নুমানী আল হাজারী। উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ আলমগীর মিয়ার পরিচালনায় প্রধানমন্ত্রী বর্নাঢ্য ৭৪ বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা রোটারিয়ান রেজাউল মোহিত খান, উপজেলা যুবলীগ সহসভাপতি আমির হোসেন, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, আজমল হোসেন খান, শাহাজান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর মিয়া, সহ-প্রচার সম্পাদক হবিগঞ্জের সংবাদের আইন উপদেষ্টা এড. আসাদুজ্জামান খান তুহিন, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, আইন সম্পাদক খালেদ হোসাইন, সহ অর্থ সম্পাদক খেলু মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুস সালাম, পাঠাগার সম্পাদক হাফিজ মিয়া।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য মাজহারুল ইসলাম অপু, জিয়াউল হক জিয়া, কাউসার আহমেদ, সামছু মিয়া, জিতু মিয়া ও ৪ নং ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ শে সেপ্টেম্বর গোপালগঞ্জ মধুমতি নদীর তীরের প্রত্যন্ত পাড়া গাও টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্ম গ্রহন করেন। সময়ের পরিক্রমায় তিনি বর্তমানে তিনি বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম। শেখ হাসিনা শুধু জাতীয় নেতা নন, তিনি তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ বহুক্ষেত্রে তার নেতৃত্ব অভাবনীয় সাফল্য এনেছেন।
মিলাদ মাহফিল ও মোনাজাতে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে তাবারব বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।