দেশজুড়ে

বানিয়াচংয়ে অনলাইন ভিডিও কন্টেন্টে আমবাগান স্কুল সেরা

প্রিন্ট করুন

মোঃ জয়নাল মিয়া, বানিয়াচং  থেকে। বানিয়াচং  উপজেলায় অনলাইন স্কুলে  ক্লাস আপলোড হয়েছে তার মধ্যে মনোনয়নে প্রথম  স্থানে রয়েছেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক  মামুন মিয়া, ২য় স্থানে রত্না উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মোজাম্মেল হোসেন  এবং  ৩য় স্থানে রয়েছেন  মেধা বিকাশ  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিয়া আক্তার ।
গতকাল  বৃহস্পতিবার  দুপুর সাড়ে  ১২টায়  বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার  মাসুদ রানা সেরা কন্টেন্টের নাম ঘোষণা করেন এবং সেরা কন্টেন্টের হাতে  ব্যক্তিগত উদ্যোগে পুরস্কার তুলে দেন । পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Related Articles

Back to top button
Close