দেশজুড়ে

বানিয়াচংয়ের ইউএনও মাসুদ রানা লক্ষবাওর জলাবন পরিদর্শন

প্রিন্ট করুন

মোঃ জয়নাল মিয়া,বানিয়াচং প্রতিনিধি। বানিয়াচংয়ের উপজেলায় বিশাল হাওরে জলাবন সোয়াম ফরেস্ট নামে খ্যাত লক্ষিবাওর (খরতির জঙ্গল) পরিদর্শন করেছেন বানিয়চং উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নৌকাযোগে সোয়াম ফরেস্ট হাওরের জলাবন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা,সহকারি কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মি ,উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও)  মলয় কুমার দাস,হবিগঞ্জের সংবাদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিনসহ বানিয়াচং থানার আইন শৃঙ্খলা রক্ষাকারি সদস্যরা।
এসময় হাওড়ের জলরাশি এবং সবুজ অরণ্য নানান প্রজাতির বিলুপ্ত প্রায় গাছ-গাছালি নল খাগড়া, হিজল গাছ,করজ গাছ, লঘি গাছ প্রভৃতি দেখে মুগ্ধ হন সকলে।
এ ব্যাপারে ২ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খাঁন (ধন মিয়া) বলেন, বানিয়াচং উপজেলার হাওরের কৈ,মাগুর,শিং,বাইম, চিংড়ি,টেংরা, ভেদা,বোয়াল,রুই, পুটি,মলা,পাবদাসহ হরেক প্রজাতির দেশীয় মাছ পাওয়া য়ায়। এসব মাছ এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় চাহিদা পূরণ করছে।


Related Articles

Back to top button
Close