দেশজুড়ে
প্রিন্ট করুন
গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক। গ্রিসের আসপোপিরগো নামক স্থান থেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল মমিন ও নুর হোসেনের পুত্র মোহাম্মদ শাহীন নামে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দুই বাংলাদেশীকে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে কে বা কারা একজনকে মাথায় ও অপরজনকে গলায় গুলি করে হত্যা করে রেখে যায়। তবে গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ দূতাবাস এবং কমিউনিটি ইন গ্রিস পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন । এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে পাঠানো হবে।