মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চুনারুঘাটেৃ বৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে -

চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া বৈধ বালু মহালে একাধিকবার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাকুড়িয়া বৈধ বালু মহালে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। এ সময় সড়ক পরিবহন আইনে দুই গাড়ী চালককে এ অর্থদন্ড প্রদান করা হয়। এ নিয়ে বৈধ বালু মহালদারদের মাঝে ৃমিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ পর্যন্ত পাকুড়িয়া বৈধ বালু মহাল থেকে একাধিকবার ১লক্ষ ২০হাজার টাকা বালু মহাল আইনে ও সড়ক পরিবহন আইনে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লেখ্য যে, চলতি বছর ১ কোটি ৩৬লক্ষ ৫৬হাজার টাকা ইজারা মুল্য প্রদান করে হবিগঞ্জের জেলা প্রশাসকের নিকট থেকে ইজারা গ্রহণ করেন উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের নাজমুন নাহার লিপি। তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম মেসার্স রাহি ট্রেডার্স। এমনিতেই করোনাকালীন সময়ে ওই বালু মহালটি লোকসানে পড়ে। এমতাবস্থায় পাকুড়িয়া বৈধ বালু মহালের পুঁজি উঠানো দায় হয়ে পড়েছে বলে দাবী করেন বৈধ বালু ব্যবসায়ীরা।