দেশজুড়ে

হবিগঞ্জে বামজোটের সমাবেশ, ভারতকে খুশি রাখতে পাটকল বন্ধ করা চলবেনা

প্রিন্ট করুন

বিশেষ প্রতিনিধি। হবিগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের সংহতি সমাবেশে বক্তারা বলেছেন, জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দিয়ে প্রসাশনযন্ত্রকে ব্যবহার করে রাতের বেলা ভোটের বাক্স ভর্তি করে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকা সরকার একের পর এক গনবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এর অংশ হিসেবে লোকসানের অজুহাত দেখিয়ে ২৬টি রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ করার ঘোষণা দিয়েছে। লোকসানের জন্য হাজার হাজার শ্রমিকরা দায়ী নয়। দায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি’র দূর্নীতি। বর্তমানে সারা দুনিয়ায় পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাশ্ববর্তী ভারত নতুন নতুন পাটকল চালু করতে যাচ্ছে। আর বাংলাদেশের সরকার পাটকল বন্ধের পায়তারা করছে। বর্তমান সরকার ভারতের প্রভূত্ব করছে। ভারতকে খুশি রাখতে বাংলাদেশের পাটকল বন্ধ করা চলবেনা। পুরনো পাটকলের অাধুনিকায়ন করে চালু রাখতে হবে এবং লোকসানের জন্য মন্ত্রণালয় ও বিজেএমসি’র দায়ী দূর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার করতে হবে। অন্যতায় আন্দোলনের মাধ্যমে কঠোর জবাব দেয়া হবে।
আজ রবিবার বিকেলে শহরের খোয়াইমুখ পয়েন্টে জেলা বামজোটে নেতা ও সিপিবি’র জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত পাটকল শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদের সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ (মার্কসবাদী)’র নেতা কমরেড শফিকুল ইসলাম শফিক, সিপিবি নেতা কমরেড ইমদাদুল হোসেন খান, বাসদ নেতা কমরেড এঅারসি কাওছার প্রমুখ।


Related Articles

Back to top button
Close