দেশজুড়ে
প্রিন্ট করুন
নবীগঞ্জে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু
নবীগঞ্জ প্রতিনিধি।
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে হাওরে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে আব্দুল আউয়াল (৩৫) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা
করা হচ্ছে বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
আজ (০৬ সেপ্টেম্বর) রবিবার দুপুরে মিনাজপুর গ্রামের আরব উল্লার পুত্র আব্দুল আউয়াল হাওরে গরুর ঘাস কাটতে যায়।
বিকাল হলেও তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি করে বিকেল সাড়ে ৩ টায় হাওরের মধ্যে নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, নবীগঞ্জ থানা পুলিশ আব্দুল আউয়ালের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।