বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

চুনারুঘাটে চোরাচালান নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৫

প্রকাশিত হয়েছে -

চুনারুঘাট প্রতিনিধি। চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে দু’দল চোরাকারবারীর মাঝে সংঘর্ষে ইয়াকুত (৪৫) নামের এক চোরাকারবারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রমজান আলীর ( ৪৮) কে  সিলেট এমএজি  ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল (৫ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাত প্রায় ১০ টায় গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম টেকেরঘাটে এই ঘটনাটি ঘটেছে। 

এলাকাবাসি ও পুলিশ সূত্র জানা যায়, রাত ১০ টায় টেকেরঘাট গ্রামের কুখ্যাত চোরাকারবারী জমসের আলীর পুত্র ইয়াকুত ও একই গ্রামের আঃ খালেকের পুত্র রমজান আলীর মাঝে চোরাচালানের মালামাল  নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে  পড়ে ।