বানিয়াচংয়ে ছাত্রদলের গঠনতন্ত্র বিরোধী কমিটি দেওয়ায় ঝাড়ু মিছিল

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রদলের গঠনতন্ত্র বিরোধী কমিটির বিরুদ্ধে অসন্তোষ, অনাস্থা জানিয়ে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বিক্ষুদ্ধরা ঝাড়ু মিছিল সমাবেশ করেছেন ।আজ (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং বড়বাজারে অনুষ্টিত হয়েছে।
জানা যায়, গত(১সেপ্টেম্বর) রাতে আকস্মিকভাবে কেন্দ্রিয় বিএনপি‘র সদস্য ও সৌদি আরব বিএনপি‘র সভাপতি আহমদ আলী মুকিব আব্দুল্লাহ নিজের আত্মীয় স্বজন ও পকেটের মানুষ দিয়ে কেন্দ্রিয় ছাত্রদলের নির্দেশে হবিগঞ্জ জেলা ছাত্রদল স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির ছাত্রদলের যোগ্য,ত্যাগী ও নিবেদিত কর্মীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন।প্রতিবাদ সমাবেশে জহির লস্করের সভাপতিত্বে ও কবির আহমেদ তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা দিলোয়ার হোসেন, এমদাদুল ইসলাম রকি,আতিকুর রহমান নাসের,ইজাজুল,জাফর আহমেদ,আবু তাহের মিয়া,মসিউর রহমান মামুন,মাহমুদুল হাসান মামুন,জোবায়ের আহমেদ ছাদেক,শাহরিয়ার বিলাস,জুয়েল রানা,বাসিত,নাসিম,জিহাদুল হাসান,মোজাক্কির আহমেদ,পলাশ,আনছার আহমেদ,হাফিজ প্রমূখ