বানিয়াচংয়ের উপজেলা সদরের ডরমেটরি সড়কটির বেহাল দশা

বানিয়াচং (হবিগঞ্জ)প্রতিনিধি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের মধ্য দিয়ে প্রবাহিত হাজারো মানুষের চলাচলের একমাত্র ডরমেটরি সংলগ্ন সড়কটির বেহাল দশা। তার উপর ব্যক্তি মালিকানা বাঁশের বেড়ার কারনে দিন দিন সরু হয়ে গেছে ওই সড়কটি।একে তো ভাঙ্গা চুরানো তার উপর বাশঁ বেড়ায় আবদ্ধ সড়কটি এখন হাজারো মানুষের দুর্ভোগের কারন।আজ (২৮ আগষ্ট) শুক্রবার ১২ টায় সরেজমিনে ওই সচিত্র ধারণ করা হয় উপজেলা সদরের ১নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া ডরমেটরি এলাকা থেকে।জানা যায়-বেশ কয়েক বছর ধরে ওই সড়কটির ঢালাই ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে,যার ফলে ওই সড়ক দিয়ে বড় যানবাহনতো দুরের কথা রিক্সা চলাচলেও রয়েছে ঝুঁকিপূর্নতা। এসব গর্ত এবং বাশঁ বেড়ার ফলে হাজারো মানুষকে পোহাতে হচ্ছে অবর্ননীয় দুর্ভোগ।এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী জানান,আমরা দেখেছি বানিয়াচংয়ের বিভিন্ন পাড়ায় মাননীয় সাংসদের মাধ্যমে শত শত সড়ক সংস্কার করা হয়েছে। এবং উন্নয়নের সেই ধারাবাহিকতায় আমাদের চলাচলের সড়কটি সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করছি হবিগঞ্জ ২ বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খানের।
