বানিয়াচংয়ে ঈদগাহের জুয়া খেলায় আটক ২ ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক
বানিয়াচং উপজেলা সদরের ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এর যাত্রা পাশা গ্রামের জনাব আলী ঈদগাহ এর মিনারের ভিতরে জুয়া খেলার অপরাধে আবদুর রহমানের পুত্র দুলাল মিয়া (২৫) ও নূরুল হক মিয়া রাজিমুল মিয়া (২৫) কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার বিকাল ৪ টায় এ ঘটনায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, উপজেলা সদরের যাত্রা পাশা গ্রামের জনাব আলী ঈদগাহে দীর্ঘ দিন যাবত জুয়া খেলার আসর জমায়েত করে নুরুল ও দুলালসহ ৭-৮ জন মিলে।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই মলাই মিয়ার নেতৃত্বে বানিয়াচং থানার একদল পুলিশ ঈদগাহে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এই দুইজন কে আটক করে বাকিরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনা স্থল থেকে ৬ টা মোবাইল ফোন উদ্ধার করে।
পরে বানিয়াচং উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি ইফফাত আরা উর্মি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় আটক কৃত দুইজন কে পৃথক ভাবে একশত টাকা করে মোট ২০০ (দুইশত টাকা) জরিমানা করা হয়।
এই ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।
দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে ঈদগাহ এর ভিতরে জুয়া খেলা অবস্থায় দুই জনকে গ্রেফতার করতে সফল হয় পুলিশ। বাকিরা ঈদগাহের পার্শ্ববর্তী খালে ঝাঁপিয়ে পরে, এবং সাঁতার কেটে পালিয়ে যায়। পুলিশ সদস্য কম হওয়ায় দুইজন কে করে আটক করা সম্ভব হয়েছে।