দেশজুড়ে

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রিন্ট করুন

বিশেষ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলীম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৯ আগস্ট বুধবার বানিয়াচং সদরের চানপাড়া গ্রামের একরাম লন্ডনীর বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান।

নিহত ব্যাক্তির বাড়ী আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলীম উদ্দিন বহুদিন ধরে একরাম লন্ডনীর বাড়ীতে গৃহস্থালি কাজের শ্রমিক (গোমস্তা) হিসেবে কর্মরত ছিলেন। বুধবার যোহরের নামাজের পর লন্ডনী বাড়ীর মাদ্রাসার টয়লেটে যান। টেয়লেট থেকে ঘরে ফেরার পথে বিদ্যুৎপৃষ্ট হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Related Articles

Back to top button
Close