বানিয়াচংয়ে মাকালকান্দি গণহত্যা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, বানিয়াচং
প্রতি বছরের ন্যায় বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মাকালকান্দি গণহত্যা দিবসে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গতকাল (১৮ আগষ্ট) মঙ্গলবার সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মজিদ খান,উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাঈম হাসান পুলকসহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী হিন্দু অধ্যুষিত মাকালকান্দি গ্রামে দুই শতাধিক নিরীহ মানুষকে হত্যা করে। এ ছাড়া এ দেশীয় রাজাকাররা গ্রামগুলোতে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করে। স্থানীয়রা জানান, ওই দিন ছিল মনসা পূজা। স্থানীয় রাজাকার সৈয়দ ফজলুল হকের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী সেদিন নিরস্ত্র-নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায়। রাজাকাররা ওই দিন কোটি টাকার সম্পদ লুট করে।
মাকালকান্দি গণহত্যা দিবস স্মরণে মাকালকান্দি গ্রামে ২০০৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীর প্রচেষ্টায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।