দেশজুড়ে

চুনারুঘাটে এস এস সি ও সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয় বোধে সামাজিক সংগঠনের করণীয় শীর্ষক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টার:

চুনারুঘাট উন্নয়ন ফোরাম, ঢাকা ও শেকড় সামাজিক সংগঠন, চুনারুঘাটের একটি ভার্চুয়াল (অনলাইন) মিটিং অনুষ্ঠিত হয়।

১৬ আগস্ট রাত ৯.০০ ঘটিকায় উন্নয়ন ফোরাম, ঢাকা ও শেকড় সামাজিক সংগঠনের ভার্চুয়াল (অনলাইন) মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত মিটিং-এ শেকড় সামাজিক সংগঠন থেকে অংশগ্রহণ করেন , সভাপতি এ কে এম নুরুজ্জামান তরফদার স্বপন, সহ সভাপতি জাবির আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক সামিউল রহমান সুমন, অর্থ সম্পাদক জয়নাল আবেদিন পলাশ, শেকড় রানীগাও ইউনিয়ন কমিটির আজীবন সদস্য নাছির উদ্দীন চৌধুরী, শেকড় দেওগাছ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সৈকত মোঃ ফারুক আহমেদ, রানীগাও ইউনিয়ন কমিটির আজীবন সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ, আজীবন সদস্য জিয়াউল হক জুমন, ৬ নং ইউনিয়ন কমিটির আজীবন সদস্য ফয়সাল আহমেদ তুষার।

চুনারুঘাট উপজেলাতে এস এস সি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় রোধে সামাজিক সংগঠনের করণীয় বিষয়ে উক্ত মিটিং অনুষ্ঠিত হয়েছে । উল্লিখিত পরীক্ষিায় আশানুরূপ বা ভালো ফলাফল নিশ্চিত করতে চুনারুঘাট উন্নয়ন ফোরাম, ঢাকা ও শেকড় সামাজিক সংগঠন, চুনারুঘাট যৌথভাবে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বা ব্যবস্থাপনা কমিটি, শিক্ষিত যুব সমাজ ও অন্যান্য অংশীজন ( Stakeholder) -এর সহযোগিতা নিয়ে একসঙ্গে যথাসম্ভব কিছু কার্যক্রম বাস্তবায়ন করতে উক্ত মিটিং-এ নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়।

১. প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ , বার্ষিক পরীক্ষার ফলাফল ভালো করলে পুরস্কার ও ক্রেষ্ঠ প্রদান ।

২. জে ডি সি / সমমান এবং এস এস সি/ সমমান পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান ।

৩. এস এস সি/ সমমান পরীক্ষাগার জিপিএ -5 পাওয়া শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলীকে বিনা খরচে শেকড় সামাজিক সংগঠন, চুনারুঘাট ও চুনারুঘাট উন্নয়ন ফোরাম, ঢাকা’র যৌথ খরচে পিকনিক -এ নিয়ে যাওয়া ।

৪. এছাড়া চুনারুঘাট উপজেলায় মানমসম্মত শিক্ষা বিস্তারে শেকড় এর সাথে চুনারুঘাট উন্নয়ন ফোরাম , ঢাকা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, চুনারুঘাট এবং দানশীল সমাজসেবকদের সহায়তায় আরো কিছু কার্যক্রম বাস্তবায়ন করবে।

শেকড় সামাজিক সংগঠন, চুনারুঘাট -এর পক্ষ থেকে চুনারুঘাট উন্নয়ন ফোরাম, ঢাকা’র সবাইকে এবং শেকড় থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভপতি এ কে এম নুরুজ্জামান তরফদার স্বপন সভার সমাপ্তি ঘোষণা করেন।


Related Articles

Back to top button
Close