বানিয়াচংয়ে তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে উপজেলা বিএনপির পরামর্শ সভা সম্পন্ন হয়েছে

বিশেষ প্রতিনিধি :
বানিয়াচংয়ে করোনার কারনে স্থবির হয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে ও তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রবিবার (১৬ আগষ্ট ) রবিবার মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের সাথে বৈঠক করেছেন। পরামর্শ সভায় ইউনিয়ন নেতৃবৃন্দদের বেধে দেওয়া সময়ের মধ্যে ওয়ার্ড কমিটি গুলো সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়।এবং কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি করার প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
পরামর্শ সভা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ বশীর আহমদ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল, এড. আব্দুল কাদির, মহিবুর রহমান বাবলু, সালাউদ্দিন ফারুক, সদস্য মখলিছুর রহমান আবু,তানিয়া খানম,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাদেক মিয়া,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, সেলিম মিয়া সহ ইউনিয়ন বিএনপির আহবায়ক,যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ।