শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

না ফেরার দেশে সাবেক এমপি এম এ মতিন

প্রকাশিত হয়েছে -

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরস্তি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে বার্ধ্যক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে খালেদ মিঠু।

এম এ মতিনকে চাঁদপুরের হাজীগঞ্জের নিজ গ্রামে তাঁর বাবা-মায়ের পাশে সমাধিস্থ করা হবে বলে জানান তাঁর ছেলে মিঠু।

এম এ মতিনের বাবা খান সাহেব জুনাব মুন্সি পাকিস্তান আমলে এমএলএ ছিলেন। তিনি ছিলেন অত্র অঞ্চলের জমিদার। তার ছিল ৪ ছেলে। এর মধ্যে এম এ মতিন ছিল সবার ছোট।

এম এ মতিন (মতিন স্যার) ছাত্র অবস্থায় খুবই ভালো ফুটবলার খেলোয়াড় ছিলেন। শিক্ষাজীবন শেষ করে তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ সহকারি প্রধান শিক্ষক হিসেবে ইংরেজী শিক্ষক হিসেবে যোগদান করেন।

তিনি ১৯৭৭ সালে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

পরবর্তী চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরস্তি) আসন থেকে ধানের শীষের প্রতীকে ৭৯, ৯১, ৯৬ (স্বল্প সময়) ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। 

১৯৮৫ সালে তিনি উপজেলা পরিষদ নির্বাচন করে উপজেলা পরিষদ নির্বাচিত হন।

সাবেক এমপি এম এ মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।